Friday, November 4, 2011

এমন দিনে

সোনালী রোদ হাসে খেলা করে সাগর তীরে
রুপালী মেঘগুলি ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে ভেবে দেখি আবার
সেই আশায় ভরা স্বপ্নের দিন
এক বিষন্নতায় কাটে দিন আমার
স্বপ্নগুলি কেন মিথ্যে হয়

নদী

গাঁয়ের পাশে ছোট্ট নদী,
স্বপ্ন মাঝে হারাই যদি,
সেই নদীটা ছন্দে হাসে
নিরবধি,
ভালবাসি।

Saturday, July 30, 2011

অনিকেত প্রান্তর - আর্টসেল


তবু এই দেয়ালের শরীরে
যত ছেড়া রং ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলোর রং
আকাশের মত অকস্মাৎ
নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেনো পথ ভেঙ্গে...

রিমঝিম ঝিম - সোলস


রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ
ধুম লেগেছে পাগলা পালে
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই

ঐ দুর পাহাড়ে - জেমস


দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে ।।

হাসিমুখ - শিরোনামহীন


প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ
হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই

একটি ছেলে - ওয়ারফেজ


একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে

পাহাড়ী শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে

বন্ধু - ওয়ারফেজ

যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে স্বত্তা
মায়াবি আলোর প্রতারনায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এতো সুখের তাড়নায়
যে যাও হারিয়ে

অবাক ভালবাসা - ওয়ারফেজ


সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

মনে পড়ে - ওয়ারফেজ


মনে পড়ে সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে একা বসে
কত যে গান কত যে সুর কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না

বিচ্ছিন্ন আবেগ -ওয়ারফেজ


একদিন আমি হেটে চলছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবেনা মলিন অহংকার
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা

বসে আছি - ওয়ারফেজ

বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস

পথ চলা - আর্টসেল


আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

দুঃখ বিলাস - আর্টসেল

তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে

চিলে কোঠার সেপাই - আর্টসেল

যা দেখ যা দেখ না
ভাঙ্গে যত অনুভূতি চেনা-অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুন পোকার আর্তনাদ
তোমার নীল আকাশ
শূন্য চোখে চেয়ে থাকে
অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে
সন্মোহিত সময়ে

উৎসবের উৎসাহে - আর্টসেল

আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গপনে

অপ্সরী - আর্টসেল

আমি কার ভুলে ছিলাম ভুলে
এক রক্ত মাংসের অপ্সরী
খুঁজে ফিরে অপূর্নতায় পূর্নতা
জীবনের সাথে লুকোচুরি
মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনও যেভাবে আছো জড়িয়ে
তবু নিড়বে তোমায় স্মৃতিচারন
সমস্ত অস্তিত্ব জুড়ে

অবশ অনুভূতির দেয়াল - আর্টসেল

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবু তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি কত সময়
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা