Wednesday, January 18, 2012

বেওয়ারিশ

রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো একআহ.. রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে ঘেরা গোরস্থানে
আহ ..উঠছে নামছে গ্লানির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার


হে…………………


সাড়ে তিন হাত ঘরের মালিক রয়েছে পাশে পরে
নিথর দেহ চাটাই মোড়া বুকভরা গুমোট অভিমানে
চাপচাপ রক্তের করুন আবেদন বেওয়ারিশ আমি
আমায় পৌছে দাও আমার মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক,
আহ.. রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে.....নেই কোনো শেষকৃত্যের আয়োজন
নেই কোনো শবযাত্রা
নেই আঁতরগোলাপের গন্ধ
নেই অশ্রুর বন্যা
অনেকে পেয়েছে কাফনের কাপড়,
পায়নি যারা মায়ের শেষ আদর
তাদের পৌছে দাও তাদের মায়ের কাছে

রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক
আহ.. রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে ঘেরা গোরস্থানে
আহ..উঠছে নামছে গ্লানির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার

এহে…………………
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার………

No comments:

Post a Comment