মিথ্যারই বাহনে সোওয়ারী এই জীবনপারবে কি কুয়াশা্র পথটাকে পেরোতে
যদি না জানা যায়
মিথ্যের পরিচয় কোন সময়
কখনো কি যাবে
সত্যকে চেনা এই জীবনে
আধাঁরে রাতজাগা পূজারী এই জীবন
তাকে কি নিষিদ্ধ পথ ডাকে এই রাতে
যদি না কেউ জানে
আলোর কি মানে এই ভুবনে
কখনো কি পাবে
আলোর ঠিকানা এই জীবনে
এ যে এক হেয়ালী
যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা
যার নেই কোন সীমা
কে জানে
কে জিতে যাবে... এই খেলাতে
কে জানে
কে হেরে যাবে ....এই খেলাতে
যদি না জানা যায়
মিথ্যের পরিচয় কোন সময়
কখনো কি যাবে
সত্যকে চেনা এই জীবনে
আধাঁরে রাতজাগা পূজারী এই জীবন
তাকে কি নিষিদ্ধ পথ ডাকে এই রাতে
যদি না কেউ জানে
আলোর কি মানে এই ভুবনে
কখনো কি পাবে
আলোর ঠিকানা এই জীবনে
এ যে এক হেয়ালী
যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা
যার নেই কোন সীমা
কে জানে
কে জিতে যাবে... এই খেলাতে
কে জানে
কে হেরে যাবে ....এই খেলাতে
No comments:
Post a Comment