Wednesday, January 18, 2012

আলো

কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি

আলো আরো আলো
আঁধার ঘনা আলো


আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়........ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়

যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না যে মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়....ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়.....সরল হয়



আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

No comments:

Post a Comment